আজ বাইশে শ্রাবনে,
তোমাকেই স্মরি, কবীন্দ্র।
ঊনআশিটি বছর করেছি পার
অবহেলায়, অনাদরে।
আজও
শ্রান্ত, শুস্ক, ভগ্নবুকে,
পারিনি যোগাতে আশা।
দিতে পারিনি ভাষা,
মূঢ়, ম্লান, মূকে‌।
শত অন‍্যায় চলি সহে
অবিরত, পারিনি দাঁড়াতে
উচ্চে তুলিয়া শির।


আর্যে-অনার্যে,
দ্রাবিড়-মোগলে,
পাঠান-মুসলমান,
ক্রীশ্চান এক দেহে
হয়নি'ক লীন।
শুচী করি মন ধরিনি'ক
হাত সবাকার।


আজ----
"মহামানবের সাগরতীরে"
ঘণঘোর তমশার মাঝে
অসীম বেদনা বুকে,
স্মরি তোমারেই নিভৃতে।
কাব‍্যে- সঙ্গীতে।
হে কবীন্দ্র,
অকিঞ্চনের লহ অঞ্জলি।


রচনাকাল..……০৭/০৮/২০২০
                  ২২ শ্রাবণ, ১৪২৭