পূবে-পশ্চিমে,
যেদিকেই চাওনা কেন,
দেখবে -
একটা কালো বৃত্তের
মাঝেই তোমার অবস্হিতি।
বৃত্তের কেন্দ্র? বিত্ত।
বিত্তের সাথে চিত্তের মিলন
যেন অনল-নীর।
তাই-
প্রান খুলে গাইবার,
মন খুলে বলবার,
চোখ ভ'রে দেখবার
বৃত্ত
অনঙ্কিত এখনও।
এবং
বৃত্তের কেন্দ্র, ব‍্যাস, জ‍্যা
উপচে একটা কালো ছায়া
গ্রাস করতে চাইছে পৃথিবী।