' যে শিশু ভূমিষ্ঠ হ'লো আজ রাত্রে'
সে কি বাঁচবে এ পৃথিবীতে,
সুস্থ-সতেজ? দুশ্চিন্তাহীন?

গহীন তমশা আর দ্বেষ-হিংসায়
ভরেছে পৃথিবী।
অস্ত্রের বিপুল সম্ভার,
মানবিকতার ক্রমাবনমন,
সম্পদের প্রাচুর্য,
বুভুক্ষু মানুষের অগনন ভীড়
এখন রোজনামচা।
পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে
যুদ্ধবাজ- হামলাবাজ শকুনি!


সদ‍্যোজাত শিশু,
তার অস্ফুট আর্তনাদে,
পেশী সঞ্চালনে,
কোন্ বার্তা ব'য়ে এনেছে,
প্রতিবাদের? সমর্থনের?


" এ বিশ্বকে, এ শিশুর
বাসযোগ্য" করার অঙ্গীকার ছিলই।
পারিনি, তবু আছি নির্বিকার।


রচনাকাল //০৪ঠা মে ২০১১ সন।