ছড়া--১


রোদে পুড়ে দুপুরে
যায় হাটে হাটুরে।
রসে ভরা চম্ চম্
করে নেয় দরদাম,
জমবে ভাল আহারে।


ছড়া-২  


ঝিঁ ঝিঁ পোকার পালকীতে,
জ্বেলেছে আলো জোনাকীতে।
জ্বলছে আঁচ,
ভাজছে মাছ।
বৌ নাই গো বৌভাতে।


ছড়া-৩  


বাঁটকুল রায়
লালজুতা পায়,
ইস্কুলে যায়।
মাথা তার মোটা
ডিম খায় গোটা।
পড়া যায় ভুলে,
তেল নাই চুলে।


রচনাকাল.........২০/১০/২০২০