(প্রকৃতি ও মানুষ এ শিরোনামে দুটি অণু কবিতা ও একটি ট্রায়োলেট সন্নিবেশিত হল। একটি প্রচেষ্টা মাত্র)


কবিতা ১


মানব জীবন খানি।
কচুর পাতায় পানি।।


কবিতা ২


ঝরা পাতার বিরহ বসন্ত দিনে।
লেগেছে ফাগুন মম মনের অঙ্গনে।।


ট্রায়োলেট


সবুজ বনানী মোরা করেছি ছেদন,
করেছি বৃথাই শুধু অরণ‍্যে রোদন।
নাই তাই কোকিলের আগমনী গান,
সবুজ বনানী মোরা করেছি ছেদন।
শুনিনা আর বহুকাল পাখীর কুজন,
কাকলীর কলতান হারিয়েছে ভূবন।
সবুজ বনানী মোরা করেছি ছেদন,
করেছি বৃথাই শুধু অরণ‍্যে রোদন।


রচনাকাল....////---১৬/০৩/২০২২
১লা চৈত্র ১৪২৮