প্লাসটিক সভ‍্যতার,
পলি-প‍্যাকে মোড়ানো
দাম্ভিকতায় পূর্ণ এ
পৃথিবী‌
কোথাও মানুষ নেই
ব'লে মনে হয়।
মানুষের বিহনে
প্রেম নেই।
হেসে-খেলে-ভালবেসে
যে জীবন, একাকিত্বের পৃথিবীতে
ব'য়ে আনে শান্তির অমোঘ বাণী
সে জীবন পাব কোথা ?


আদ্দিকালের
ঠাকুর মা'র ঝুলির সেই
রাজপুত্তুর আর রাজকন্যা,
শিশু মনে এখন
কল্পনার রং ছড়ায় না;
বরং
সুইমিংপুল আর
কেরিয়ার কোচিং -এর
চার দেয়ালের
ইঁট-কাঠ-পাথরেই চাপা পড়ে।
আর-----
"দেখ আমি বাড়ছি মাম্মী'র
সাথে বাড়তেই থাকে
একাকিত্বের জীবন।


"লাভ দাই নেবারস"
এখন-----
ছাপা অক্ষরে অথবা
পরীক্ষা পাশের নকল
কগজেই রয়ে যায়।
কারন----
আত্মতোষনের এ জেটযুগে,
তা' বড্ডো বেমানান।  


রচনাকাল ঃঃ ১৩/০৯/২০০৮