কল‍্যাণীয়েষু,
আমার এ লেখনী তুমি যখন পাবে,
আমার বাংলায় হয়ত বা অনেক
স্বপ্নের বীজ রোপিত হবে।
এখানে, এ বিদেশ বিভুঁয়ে,
'প্রতিদিন'ই বাংলা কাগজ আসে।
দূরদর্শনের পর্দায় প্রতিদিনই
ভেসে ওঠে আর্তস্বর!
'বাঁচা আর বাঁচানোর'
লড়াই চলে।
খবরের কাগজ খুঁটিয়ে খুঁজি।
আমার আজন্ম লালিত মাটির
সোঁদা গন্ধ, ভেজে রক্তে।


রাতে এখন ঘুম আসেনা।
অতীতের রঙিন স্বপ্নিল দিনগুলি,
মিছিলের তারস্বর,
জিন্দাবাদ! নিপাতযাক!
আমার চেতনায় আঘাত হানে।
দিন বদলের স্বপ্নে বিভোর একদিন
ঘর ছেড়ে দাঁড়িয়েছিলাম পথে।
পালা বদল ঘটেছে।
স্বপ্নগুলি পাপড়ি মেলে আজও।
যৌবনের রক্ত-রাগ,
এখন অথর্ব।
ছেঁড়া শেকড়,
খোঁজে পুরানো সে মাটি।


শোভন, তোমাদের দেখে
আবারও বাঁচতে ইচ্ছে হয়।
প্রতিদিনের খবরের পাতা'র কালো
অক্ষরগুলি আর দূরদর্শনের পর্দায়,
রঙীন ছবিতে আবিষ্ট হৃদয়ে
চেঁচিয়ে বলতে চাই,
শোভন, হাতিয়ার শান্ দাও!
এ বদল যেন হয়, যুগান্তের।
শোভন, আমার বাংলা এখন,
উপপ্লবের দ্বারে।
শুধু পথ আর সাথী নাও চিনে,
যেন এই ফল্গুধারা,
এই উদ্দাম গণশ্রোত,
সঠিক দিশায়
মুক্তির আলপথে হয় ধাবিত।


কল‍্যাণীয়েষু,
দিন বদলের স্বপ্ন বুকে নিয়েই
বেঁচে আছি, থাকব আবহমানকাল।



রচনাকাল........২১/০৪/২০১১