শোভন,
মানুষের সব প্রতিবাদ আর
প্রতিরোধকে উপেক্ষা করে
জমি শিকারী হায়নার দল
দখল নিয়েছে এ দেশে।
আজব দেশের, আজব রাজা,
মাথা মুড়িয়ে, আগবাড়িয়ে
বলছে কী যে------
" কেমি-হাবে'র ভেল্কীচালে,
আর-----
'ন‍্যানো'র চাকায়
টগবগিয়ে ছুটবে দেশের উন্নয়ন।"
শোভন,
আমরা যে দুটি শিবির,
ভাগ করেছি "আমরা-ওরা"য়।


এ দেশের-----
কৃষাণ-মজুর, সুশীল সমাজ
এবং শোভন হৃদয়ভরা
প্রতিবাদের মূর্ত প্রতীক সব মানুষই
'ওরা'র দলে।
রাজার কিছু সভাকবি,
প্রসাদপুষ্ট, চাটুকার এবং
ফন্দিফিকির আঁটতে জানা
ভেল্কীবাজের ব‍্যবসাদার
'আমরা' ভুক্ত।


রাজার কথায়------
" সুশীল সমাজ,
কৃষাণ-মজুর এবং
শোভন, এ সমাজের মিত্র নয়।"
------------ এবং শোভন,
কখনও যেন ধ'রো না আর
রক্তে-ভেজা মেকী রাজার
কালো হাত।


রচনাকাল...../// ৩০ জানুয়ারি,২০০৮