এখন যে সময়, শোভন,
নিঃচেষ্ট বসে থাকা আর নয়।
এখন–----
আকাশে উড়ন্ত চিল-শকুনি,
মাটিতে নরাবয়বে হিংশ্র শ্বাপদ
খোঁজে চাষ-যোগ‍্য জমি, বাস্তুভিটে।
নরদানবের তেজস্বী নখর
রক্ত ঝরায়। জমি শিকারী হায়নার
দল চোরাগোপ্তা আঘাত হানে,
উন্নয়নের মিথ‍্যা ভাষণে।
শোভন, পশুত্বের জীবন বিকারে,
গা' ভাসিয়ে চলা আর নয়।
এখন যে সময়,
স্বযত্নে লালিত, উর্বরা ভূমি
রক্ষার আন্দোলনে,
লক্ষ মানুষের স্লোগান মুখরিত
গণ প্রতিরোধে, মেলাও নিজেকে।
সত‍্যাদর্শের শাণিত আয়ূধ হাতে,
উচ্চকিত কন্ঠে, শোভন, গাও
প্রতিরোধের উজ্জীবনী গান।