আছি নিভৃতে।
দেশ-কাল-পাত্র সবকিছুই
কত সহজেই বদলে যায়।
মানুষের পরিচয় নতুন করে
লেখা হয় ;
মিনারে-গম্বুজে।
স্বদেশী আর বিদেশীর তকমা
জুড়ে; রক্ত ঝরায়।
প্রাগৈতিহাসিক কালের
ধারায় আমরা সবাই বিদেশী।
ফিরতেই হবে অনন্তলোকে।
তবু------
রক্ত ছোটায় ফিনকি দিয়ে।
মনটা ভালো নেই।
একান্তেই আছি বসে
নিরালায়, নিভৃতে।



রচনাকাল.…../// ০৮ই আগষ্ট ২০২০