অনেক কাল,
শোভন, করেছ পার।
আর নয়, বসে থাকা।  
এখন -----------
কৃষকের বুকে শত
আঘাতের ক্ষত চিহ্ন।
চাষ জমি,
আনাজ- ধান
হায়নার দখলে।
সর্বগ্রাসী অক্টপাসের
বিষ নখর,
থাবা বসিয়েছে
অন্ন- গ্রাসে।  
শোভন,
বাতানুকূল বিপ্লবী নয়,
ক্ষুদিরাম- ভগৎ- আজাদ
হয়ে জ্বলো,
তোমার মাঝেই
সতত বিরাজমান
ভাবী কালের নেতাজি।
তুমিই পার হতে
মুক্তি পথের অগ্রদূত


রচনাকাল..............২৫/০৯/২০২০