অনেক প্রতিক্ষার পর
পরিবর্তন-সুনামী আছড়ে
পড়ল এ বঙ্গে।
নিঃশব্দ বিপ্লবের তরঙ্গ প্রপাতে
ভেঙে খান্ খান্ সব দূর্গ।
ঔদ্ধত্য আর দাম্ভিকতায়
গণদাবী, অর্জিত অধিকার
ভূলুণ্ঠিত ছিল যা এতকাল
সম্মুনত আজ!


নতুন সূর্যোদয়ের ফুটন্ত সকালে
তাপসীর ঝলসানো মুখ,
কৃষাণের নয়নাশ্রু,
আর চায়না।
ফিরে পেতে চায়,
অর্জিত অধিকার, বঞ্চিত দেশ।
আরও চাই ফিরে পেতে
চার'শ একর।


তা' যদি না হয়,
তবে জেন, এ জনশক্তি
ঘুরে দাঁড়াবে আবারও।
যেমন এবার.......…।


রচনাকাল.……....…১৩/০৫/২০১১