এ আমার দেশ, আমার ভারতবর্ষ।
এখানে, প্রতিদিন মানুষ বেড়ে ওঠে
অনাহার আর বুভুক্ষায়!


এ আমার দেশ, আমার ভারতবর্ষ।
এখানে, প্রতিদিন সূর্যোদয় হয়
নরবলি আর বধূহত‍্যায়।
বেকারীর সুতীব্র যন্ত্রণায় ছটফট করা
যুবকের প্রাণবিয়োগের আর্তনাদে,
জলযোগ সারে, বাতানুকূল কক্ষে
জনাধিপতি!

আমার দেশ ভারতবর্ষ,  যেখানে
প্রতিদিনই মদ-জুয়া-সাট্টার আসরে
বিভেদের বীজ রোপিত হয়, যেখানে
প্রতি সন্ধ‍্যায়, অভুক্ত শিশুর
বোবা কান্নায়; শুস্ক ঠোঁট
খোঁজে 'শ্বেদ-স্রোত' হাড্ডিসার পাঁজরায়!


এই সে ভারতবর্ষ
যেখানে, সোনালী দিনের স্বপ্নে,
অত‍্যাচারী শাসকের বুলেটের সামনে
বুক চিতিয়ে, ঋজু দেহে
লুটিয়ে পড়েছে শোণিত ধারায়,
সুখী সমৃদ্ধ ভারতবর্ষের
স্বপ্নে বিভোর কত তরুণ-অরুণ
আলিঙ্গন করেছে ফাঁসি, দ্বিপান্তর।


স্বপ্নের ফেরিওয়ালা......…...
বাঁচার স্বপ্ন চুরী করে এমন
এক ভারতে রূপান্তর করেছে,
যেখানে শুধুই অপ্রাপ্তি আর
না পাওয়ার যন্ত্রণায় কুঁকড়ে আছে
'আশরাফ-উল-মাখলুকাত!'


লজ্জা হয়, ভীষণই লজ্জা হয় আমার,
এ ভারতবর্ষে আমি জন্মেছি,
বড় হচ্ছি এ জল হাওয়াই!  


এ আমার দেশ, আমার ভারতবর্ষ।


রচনাকাল.........১৬/০৪/২০১১