আধুনিক প্রযুক্তির নানান
বর্ণময় কারসাজিতে;
রংবাহারী বিজ্ঞাপনের মোড়কে,
তুমি অনন্যা।


চলমান ভোগবাদী দুনিয়ায়,
উদগ্র লালসা, আর
মায়াবী আলোর ঝর্ণাধারা
স্নাত বিশ্ব মঞ্চে
তোমায় সহজলভ্য
প্রায় বিবসনা,
ভোগ্যবস্তুর রঙিন প্রতিযোগিতার
আসরে মাতিয়েছে।
ভুলেছ বেমালুম নিজেকে।  


তোমার নারীত্বের, মাতৃত্বের
অহংকারে তুমি উদাসীন!
তোমার রমণীয় আবেশে ,
রেশমকালো কুন্তলে,
চাঁদের জোছনাঝরা
অপরূপ রূপলাবণ্যে
তুমি অবিকল্পক।  
আদিমতম বনচারী জীবন
হতে আধুনিক বিকাশের
দুনিয়াতেও তোমার
সগর্ব বিচরন !


অথচ -----
শুধুই কাব্য-সংগীতে,
মেলায়-খেলায় "সবলা`
হয়েই তুমি আহ্লাদিত।
পরিচিত বৃত্ত ছেড়ে, নারী
তুমি এস -----
আত্মশক্তিতে বলীয়ান হয়ে
স্বপরিচয়ে , স্বমহিমায়
নারী, তুমি মোনালিসা !


মনুষ্যত্বের কঠিন কঠোর
অহমিকা আস্ফালনে
নিয়ন আলোর
জৌলুশ মুক্ত
মাটির পৃথিবীতে
চেতনাদীপ্ত তুমি জাগো,
বাঁচো, বাঁচাও অন্যকে।


রচনাকাল........///০৮/০৩/২০২২