বাংলাদেশে বন্যা এসে ভাসায় জনপদ
গ্রাম ভাসে, শহর ভাসে, হায়রে কী বিপদ!!


পথে ঘাটে অথৈ পানি — ঘরেও পানি হায়
এ ঘর ছেড়ে ও ঘর যাওয়াও হল ভীষণ দায়।
কাজের লোকের কাজ জোটে না
খেয়ে বাঁচার ভাত জোটে না —
বানের পানি খেয়ে আবার হল মরার পথ।।


সমাজেতে আছেন যারা ধনে-মনে বড়
সবাইকে আজ হতে হবে একই সাথে জড়।
কেউবা দেবো আহার তাদের
কেউবা দেবো ওষুধ তাদের —
কেউ দেখাবো নতুন করে বাঁচার মতো পথ।।


(১৯৯৮ সালে দেশব্যাপী প্রলয়ঙ্করী বন্যার সময় লেখা। কিন্তু সুরারোপ করা হয়নি)