আমার একফসলী জমি
দিয়েছি বর্গাচাষে
চাষ করো অনেক যত্নে
শস্য ফলাও রাশি রাশি
সোনালি ফসলে ভরে তোল
তোমার গোলাঘর।


আমাকে শুধু নিমন্ত্রণ করো নবান্নে
উতসবে, ফসলের ঘ্রাণে —
আমার এই একফসলী জমি
আবাদ হোক বর্গাচাষে :
আমি যে কৃষক নই
বুঝিনা চাষবাস
পতিত থাকে জমি তাই বার মাস
ফলুক না হয় শস্য তবু বর্গাচাষে —
উঠে যাক পুরুটাই তোমার গোলায়
তোমার সাধনায়।


আমাকে শুধুমাত্র করো নিমন্ত্রণ
উতসবে, ফসলের ঘ্রাণে।


(২৮/০৩/২০১৬ উত্তরা, ঢাকা)