দোষ কারোরই হয়না কিছুই
দোষ যতো হয় আমার
যে যার মতো সাজে সাধু
আমিই দোষের খামার!


সুখ পিয়াসী মনটা আমার
করতে সুখের খোঁজ
দুঃখ চেপে বুকের মাঝে
ঘুরছে যে হররোজ।


সুখের আশায় সুখের নেশায়
দুঃখ হলো সাথী
মাথা পেতে দোষগুলো নেই
হইনা প্রতিবাদী।


বাদ প্রতিবাদ তারই সাজে
যার আছে ভাই টাকা
দোষ মেনে নেই কারণ হলো
পকেট আমার ফাঁকা।


(১৬/০১/২০১৮)