সব কিছুতেই একটা পরিমিতিবোধ থাকা চাই। সাহিত্যের ক্ষেত্রে বিশেষ করে কবিতায় সেটা থাকা চাই আরো বেশি করে। বাহুল্য কবিতার মজাটাই নষ্ট করে দেয়। অনেক ক্ষেত্রে বক্তব্যকেও করে ফেলে এলোমেলো। তাই আবেগ দিয়ে কবিতা লিখা হলেও আবেগকে কবিতার স্বার্থেই নিয়ন্ত্রণ করতে হয় কখনো কখনো। তবেই জন্ম নিতে পারে একটি স্বার্থক কবিতা।