সব লেখকই ভালো পাঠক। কারণ লিখতে হলে জানতে হয়। কিন্তু সব পাঠকই লেখক নয়। কারণ অনেক পাঠকই পাঠের আনন্দেই পাঠ করেন। তাদের আনন্দ নেয়াটাই মূখ্য। এই ধরণের পাঠকদের প্রতি লেখকদের একধরণের দায়বদ্ধতা থাকে। পাঠকপ্রিয় লেখকদের তাদের পাঠকদের রুচির প্রতি খেয়াল রেখে লিখতে হয়। আবার শক্তিমান লেখকরা পাঠকদের রুচি তৈরি করেন। এই ধরণের লেখকরাই পাঠক মনে বেঁচে থাকেন। হয়ে ওঠেন কালজয়ী। কিন্তু কালজয়ী লেখকরাও প্রতিদিন তৈরি হয় না। প্রতি যুগেও হয় না। কালে-ভদ্রে হতে পারে। তবে যে ভাষার পাঠককূল যত বেশি সমৃদ্ধ, সে ভাষার লেখকরাও ততোই সমৃদ্ধ হয়ে ওঠেন।
কাজেই লেখক সৃষ্টিতেও পাঠকদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।


তাই একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে, ভাষা-সাহিত্যের উন্নয়ন ও সমৃদ্ধিতে লেখক, পাঠক উভয়েরই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।