টুকরো টুকরো সময়গুলো স্মৃতির ফ্রেমে
ছড়ায় ছড়ায় এক এক করে আসছে নেমে।
ভ্যালেন্টাইনে ভীর করেছে সব স্মৃতিরা
কোথায় গেলো সীমা, রীমা আর ইতিরা?


কোথায় গেলো রঙিন খামে পত্র লিখা
কোথায় গেলো জুঁই, চামেলী, মিষ্টি, শিখা?
আর কি পাবো ফিরে আবার সে দিনগুলি
দুপুর রোদে গোল্লাছুট আর ডাংগুলি?


বন বাদারে খুঁজতে যাওয়া পাখির বাসা
নদীর জলে নাইতে যাওয়ার নিত্য আশা?
এখন সবার দিনগুলি যে হয় ডিজিটাল
এসএমএস আর এমএমএস এ যা টালমাটাল!


ভালোবাসা ভ্যালেন্টাইনে বন্দী হে
প্রেমের সাথে অর্থকড়ির সন্ধি যে!


(১১/০২/২০১৫)