মানুষ যদি স্বপ্ন নিয়েই বাঁচে
তবে কেন সুযোগ পেলেই
         অতীত নিয়ে নাচে!


মানুষ যদি স্বপ্ন দেখেই রোজ
তবে কেন সুযোগ পেলেই
         নেয় অতীতের খোঁজ!


অতীত আমায় প্রেরণা দেয় নিত্য
অতীতেরি সুখের স্মৃতি
         দোলায় আমার চিত্ত।


অতীত আমায় দেখায় নিজের ভুল
সামনে যেন না হয় দিতে
          সে ভুলের মাশুল।


অতীত থেকেই স্বপ্ন থাকে সঙ্গে
অতীত স্মৃতির প্রেরণাতেই
          স্বপ্ন সাজাই রঙ্গে।


(২৭/০৩/২০১৫, উত্তরা, ঢাকা)