ফিরে যাবার বড্ড তাড়া
ফিরবো কোথায়?
       আমি যে এক গৃহহারা।


গৃহহারা!
ঘর ছিলো কি কোনকালে! !
জীবন গেছে
       মোঘল, ব্রিটিশ
            পাকিস্তানের রোষানলে।


ভুলেই গেছি
      কোন সকালে
          ঘর ছেড়েছি
দুপুর বেলা
      ধূসর মাঠে
          রোদের কাছে হাত পেতেছি:


বৃষ্টি না হোক মেঘের ছায়া
      ছিলো করো আকাঙ্খিত
খড় রোদে শুকায় জীবন
      জীবন বড়ই কলঙ্কিত!


মোঘল গেছে বৃটিশ গেছে
      গেছে পাকিস্তান
তবুও কেন পেলাম না ঘর
     পেলাম না সম্মান?


এ ঘর নাকি তোমার আমার
     আমার জায়গা কই?
নিজের জমীন চাষ করেও
     বর্গাচাষী হই!


ফিরবো আমি বড্ড তাড়া
     আমার সকালে
জন্মেছি এই বঙ্গে আমি
     বড্ড অকালে।