ইচ্ছে ছিলো ছুঁয়ে দেখার
ছিলো কিছু ভয়
ইচ্ছে হলো পরাজিত
ভয়ের হলো জয়।


ভয়কে জয়ের মন্ত্র শিখে
তবেই জাগুক ইচ্ছা
নইলে সকল ইচ্ছাগুলোই
থাকবে হয়ে কিচ্ছা।


ইচ্ছাগুলো হোকনা প্রকাশ
উড়ুক মেলে ডানা
নইলে দুজন দুজনাকে
হবেনা ঠিক জানা।


জানাজানি না হয় যদি
ক্যামনে হবে প্রেম
ডাকবে লোকে ব্যার্থ প্রেমিক
সবাই দেবে শ্যাম।


(১৯/০৬/২০১৫)