ফেব্রুয়ারির একুশ তারিখ
সকাল হলো যখন
সবার মতো শহীদ ভাইদের
করছি স্মরণ তখন।


ফুলে ফুলে শহীদ মিনার
পড়ে গেছে ঢাকা
ভাইয়ের শোকে বুকটা কেমন
লাগছে ফাঁকা ফাঁকা।


মাতৃভাষা বাংলা চেয়ে
জীবন দিলো ভাই
ফেব্রুয়ারির একুশ এলেই
স্মরণ করি তাই।


ভাষার জন্য আর কখনোই
দেয়নি তো কেউ প্রাণ
শহীদ হলো সালাম বরকত
রাখতে ভাষার মান।


(২৭/০২/২০১৫, উত্তরা, ঢাকা)