সুসময়ে অনেকেই, আশে-পাশে রয়
দুঃসময়ে কেহ কারো, বন্ধু নাহি হয়।
তোমার দুর্দিনে আমি, বন্ধু হতে চাই
এই নিয়ে কোন কালে, কোনো দাবি নাই।
তোমাকেই ভালো লাগে, তাই ভালোবাসি
আলোকিত বলে তুমি, আলো নিতে আসি।
যে তিমিরে আছে আজ,তোমার জীবন,
অন্ধকার মুছে হোক, আলোর ভূবন!
তোমার মনের দুখ, ধুয়ে মুছে যাক
শুভ্রতায় খুঁজে পাও, আলোর খোড়াক।
আসবো না আমি কভু, সুখেরও দিনে
আমায় খুঁজিলে পাবে, হৃদয়ের বীণে।