সন্তান বাবা মায়ের আদরের ধন
সুখে দুঃখে পাশে থাকে সারাক্ষণ,
সন্তানের দুঃখে চোখে আসে জল
অসুখ বিসুখে হারায় মনোবল।
মানুষ করতে গিয়ে হারায় সম্পদ
সন্তানের যেন হয়না কোন বিপদ,
সন্তানের জন্য মা থাকেন উপবাস
তবু সেই সন্তান মাকে করে উপহাস।
মানুষ না হয়ে হয় যখন অমানুষ
টাকার নেশায় থাকে তখন বেহুশ,
ভোগে নিত্য স্ত্রীর গোলামী সাজা
বৃদ্ধ বাবা- মা হয়ে পড়ে বোঝা।
শরীরে থাকেনা আর আগের বল
দুই নয়নের কোণে টলমলে জল,
মনে নিয়ে কষ্ট বুকে নিয়ে ব্যথা
জীবনের হিসেব যেন দুঃখে গাঁথা।
শত যন্ত্রণায় তাদের বুক ছারখার
তবু সন্তানের জন্য বুক হাহাকার,
বাবা মা বিনা চিকিৎসায় যায় মারা
সন্তানের টাকা ব্যাংকে থাকে খাঁড়া।
বাবা মার সারা জীবনের পরিশ্রম
কোন কোন সন্তান উপহার দেয় বৃদ্ধাশ্রম।