বউ-শাশুড়ী
রাহেলা আক্তার


শোনেন বলি শাশুড়ী মা আছেন যতো
ছেলের বউকে ভাবতে হবে মেয়ের মতো।
কোনো কাজে ভুল ও ত্রুটি থাকলেও তার
উদার মনে শাশুড়ী মা দিবেন তা ছাড়।


দুঃখ কষ্ট বউ-শাশুড়ী করিলে ভাগ
সংসার তখন হবে সুখের, থাকবে না রাগ।
ঝগড়া ফ্যাঁসাদ হিংসা নিন্দা যদি না রয়
বউ শাশুড়ীর সম্পর্কও মা মেয়ে হয়।


বৌমা শ্রদ্ধা সম্মান করবে তাদের যতো
মেয়ের মতো মায়া করবেন তাঁরা ততো।
বউ-শাশুড়ী তাদের  যদি না ভাবেন পর
সুখে থাকবে বউ-শাশুড়ীর প্রতিটি ঘর।