ফাগুন এলে আগুন ঝরে মায়ের চোখে মুখে
ফাগুন এলে বোনের কান্না ভাই হারানোর দুখে।
ফাগুন এলে শিমুল পলাশ  রক্ত রঙে সাজে
ফাগুন এলে বর্ণমালা আপন সুরে বাজে।
ফাগুন এলে মনে পড়ে শহিদ ভাইদের কথা
ভাষার জন্য জীবন দিয়ে পেলো অমরতা।
ফাগুন এলে শহিদমিনার ফুলে ফুলে ভরে
ভাষাশহিদ বীরের কথা ভুলি কেমন করে।
সকল স্তরে বাংলা ভাষার শুদ্ধ চর্চা হোক
তবেই ভুলবে বাংলামাতা ছেলে হারার শোক।