আমরা নারী কিন্তু আমরা
সবই করতে পারি
কারো মেয়ে কারো বোন,মা
কারো যে স্ত্রী নারী ।


ঘর ও বাহির সামলায় নারী
একাই নিজ হাতে
ডাক্তার,উকিল জজ
ব্যারিস্টার নারী সকল খাতে।


মাতৃস্নেহে শিখান  তিনি
কখনো বা শিক্ষক
সেই নারীই  হয় সমাজের
কীট পুরুষই ভক্ষক।


আটই মার্চ নারী দিবস
নারী সম্মান পায়  কই
পুরুষেরই হাতে জিম্মী
নারী সংসারের মই।


বাইরে ধর্ষণ নিজের ঘরে
চুপিসারে নির্যাতন
শারীরিক ও মানুষিক চাপ
হজম করে জ্বালাতন।


বাপের ঘরে থাকতে মেয়ে
মতের পায়না দাম
স্বামীর ঘরে পোহাতে হয়
হাজার তুলকালাম।


অনেক নারী যায় না বাপের
বাড়ি যতই জ্বালাক
সামান্য ভুল অনেক নারীর
হয়ে যায় যে তালাক।


বৃদ্ধ বয়স মা পারেনা  
করতে কোনো পরিশ্রম
পথে ঘাটে ফেলে রাখে
কখনো বা বৃদ্ধাশ্রম  

মুখে মুখে নারীর সম্মান
করে নারী দিবস
কেউ করেনা নারীর সাথে
সমঝোতার আপোষ।