পথশিশু বলছি
রাহেলা আক্তার


পথের ধারে থাকি আমি পথে পথে চলি
পোড়া মনের দুঃখ বলুন কাকে গিয়ে বলি।


আমারও তো মনে চাইছে ভালো কিছু পাইতে  
অনাহারে থাকি বেশি,পাই না ভালো খাইতে।


সবাই গোনে শরীর জুড়ে আমার ক'খান হাড়
পেটের দায়ে হাত বাড়ালে খুব খেতে হয় মার!


গ্রীষ্ম বর্ষা শীতে থাকে শীর্ণ দেহ খালি
জামার বদল জুটে আরো জারজ বলে গালি!


পথের পাশে অতন্দ্র রাত পথেই আমার ঠাঁই
আদর সোহাগ দিয়ে কেহ বুকে টানার নাই।


পথের পাশে শুয়ে থাকি দু'হাত মাথায় দিয়ে
কেউ হেঁটে যায় অনাহ্লাদে আমার গা মাড়িয়ে।


কেউ শুনে না আমার কথা তাকায় না কেউ ফিরে
জানি না তো কবে আবার যাবো আপন নীড়ে।


আমিও মানুষ আমার দিকে সদয় দৃষ্টি তুলে
তাকান যদি যেতে পারি ফিরে মায়ের কোলে।


আমাকেও দেখান গো স্যার কোনো অনুষ্ঠানে
পরিবারকে ফিরে পাবো অনন্য এ দানে।


পথ ভুলে আজ পথের ধারে মানবেতর দিন
ফুরাতে আজ দিন আমাকে একটু সময় ঋণ।

দেখান আমায় এই সমাজে কেমন করে চলছি
মানবতার কিবরিয়া স্যার পথশিশু বলছি।