প্রবাস জীবন
রাহেলা আক্তার
বড় কষ্টে আছি রে ভাই
দুঃখের সাথে খাবি খাই
হাসতে মানা ঈদের হাসি
দুই নয়নের জলে ভাসি!
মনে পড়লে মায়ের মুখ
থাকেনা আর কোন সুখ
দুঃখ যতই চেপে যাই
কষ্ট বলার ভাষাও নাই!
স্ত্রী পরিজন সুখে থাকুক
নিজের যত দুঃখ আসুক
হাসি মুখেই করবো জয়
করছি সুখের অভিনয়।
দুঃখের কথা কেমনে বলি
তাইতো বুঝাই সুখে চলি
কার কাছে কই মনের খেদ
জীবনতো নয় যেন কয়েদ!