রনির আজি কি যে হলো
মন বসে না পড়ায়,
উড়ু উড়ু মনটা শুধু
তাকে খুঁজে বেড়ায়।


ঘড়ির কাটা চলেনা যে
একই জায়গায় আছে,
সেকেন্ড  যেন ঘন্টার মতো  
লাগে রনির কাছে।


চারটার সময় যাওয়ার কথা
মেঘনা নদীর পাড়ে,
ছটফটিয়ে মরে  রনি
কখন দেখবে তারে।


সাজু গোজু করে রনি
তাকে দেখায় হিরু,
নদির পারে বসে  আছে
তার অপেক্ষায় নিরু।


কতো দিন পর দেখবে তাকে
বলবে কতো কথা,
তাকে দেখে জুড়াবে মন
ঘুচবে মনের ব্যথা।


রনি অনেক স্বপ্ন দেখে
বাধবে সুখের ঘর,
এক নিমিষে নিরু এসে
করে দিলো  পর।


বলল এসে মিষ্টি হেসে
কালকে আমার বিয়ে,
আকাঁশ ভেঙে পড়ল বজ্র
রনির মাথা দিয়ে।