সম্পর্ক
রাহেলা আক্তার


সব সম্পর্ক জন্মগতভাবে তৈরি নয়
কিছু সম্পর্ক আত্মার আত্মীয়তায় হয়।
সুসম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস আর মানবিকতায়
সম্পর্ককে ভাসিয়ে নেয় অবিশ্বাস আর হিংসায়।
কিছু কিছু সম্পর্ক সম্পদ রূপে থাকে
কিছু সম্পর্ক হারিয়ে যায় সময়ের বাঁকে।
কিছু সম্পর্ক পালিয়ে যায় সময়ের চোরা স্রোতে
কিছু আবার মিশে থাকে চোখের জলপ্রপাতে।
অনেক সময় আপনজনকে চেনা বড় দায়
যখন রক্তের বাঁধন হারায় বিশ্বাসঘাতকতায়।
সম্পর্ক তো সময়ের পায়ে পা মিলিয়ে চলে
নেট বাজারের সম্পর্ক ও আজ রঙিন ঝলমলে।
সম্পর্ককে সময় নিয়ে যায় কখনো পূর্ণতায়
কখনো বা নিয়ে ফেলে চরম শূন্যতায়।
কেউ হারানো সম্পর্ককে খুঁজে বেড়ায়
সযতনে কেউ পিশে মারে পায়ের তলায়।
কেউ সম্পর্ক তৈরি করে সম্মান ও শ্রদ্ধায়
সম্পর্ককে চূর্ণ করে কেউ দাম্ভিকতায়।
সম্পর্ককে যত্ন নিয়ে সময় দিবে যতো  
সেই সম্পর্ক চিরস্থায়ী মধুর হবে  ততো।  
বাবা মা তো মরুভূমির বটবৃক্ষেরই ছায়া
অর্থের মোহে অন্ধ হয়ে ভাঙে তাদের মায়া।
যে সম্পর্ক পণ্যের মতো বেচা কেনা হয়
এ সম্পর্কে জড়ায় যারা তারা মানুষ নয়।
ভালোবাসায় পরিপূর্ণ থাকুক সবার দিল
ওগো প্রভু সব সম্পর্কের দিও অন্তমিল।