টোকাইয়ের জীবন


ময়লা শরীর ছেঁড়া জামা
দুইটা টাকা দাওনা মামা,  
কাল থেকে যে খাইনি খানা
ক্ষুধায় জ্বলে মোর বুক খানা।
আজ বাবা মা নেই যে আমার
ক্ষুদার জ্বালা সহেনা  আর,
একটু খানা চাইলে পরে
মারতে আসে ভিষণ তেড়ে।
চোর, চোর বলে লাথ্থি মারে
চক্ষু বেয়ে অশ্রু ঝড়ে,
ক' দিন থাকি ইস্টিশনে
কোথায় কখন কে বা জানে।
ক্ষুধার জ্বালা সয়না প্রাণে
দুঃখ আমার প্রভুর সনে,
কোন দোষেতে পথের ধারে
মার খেয়ে যাই জনম ভরে।
একটু দয়া করেননা ভাই
চাই যে শুধু নিরাপদ ঠাঁই
আমার জন্য সুখ জীবন নয়
সবাই আমায় টোকাই যে কয়।