হাত পেতে যে নিয়েছে চেয়ে
         সেতো নয়  ভিক্ষুক।
কৌশলে যে ছিনিয়ে  নেয়
          সেতো বড়ই অদ্ভুত।
আমরা জানি কর্মের মাঝে
           নেই কোন লজ্জা
কর্ম  করে জীবন  চালাও
           মনে পাও সান্ত্বনা।
তোমি  ই তো বড়ই অজ্ঞ ব্যক্তি
           বাধ্য করে দিতে
ইচ্ছে না থাকা সত্বেও
        দিতে তোমাকে হবে।
যত লজ্জা যত ঘৃণা
            যত তিরস্কার
তাকে দিয়ে আশা করা যায়
           দামী  চেয়ার টা যার।
ভিক্ষুক  তো নয় সে
           দিন  মজুরি করে যে,
আসল ভিক্ষুক  জাতীর জন্য
             তারা ই তো  হয়
দুর্নীতি আর মিথ্যার মাঝে
            দামি চেয়ারটায় রয়।
যত বড় বড় দালান  কোটা
          হয়তো বা প্রাসাদ।
কুলি মজুরের ঘামের দামে,,
        বৃদ্ধি প্রস্থ নিজের নামে
গড়েছ  তা আজ।
মিথ্যা  আর দুর্নীতিতে দামি  
       চেয়ারটা যার।
নিজের  রক্ত না ঝরিয়ে
ছোট  লোকের ঘামের দামি,
অবৈধ সম্পদের গড়েছে পাহাড়।
মিথ্যা আর দুর্নীতিতে
দামি চেয়ারটা যার।