জীবনে অনেক পথ ধরে হেঁটেছি
হেঁটেছি  আমি বহু দূর দূরান্তে।
হেঁটে হেঁটে আমি আজ বড় ক্লান্ত
হঠাৎ নেমে এলো সন্ধ্যা।
পশ্চিম দিগন্তে সূর্য গরিয়ে এলো
আমার ছায়াটা আমি দেখতে পাই না।
তবুও আমি হাঁটছি হেঁটে হেঁটে চলছি পথ
একটি জায়গায় গিয়ে আমি থেমেছি
আমি একটু বিশ্রাম নিয়ে নিলাম।
একটি বটের ছায়া সেখানে স্তব্ধ
সৈনিকের মতো দাড়িয়ে রইল।
সে বটবৃক্ষ ছাড়া আর কিছুই রইল না
রইল না সেখানে কোন মানুষ
কথা বলার মতো সঙ্গী করে
নিতে পারিনি আমি কাউকে।
তখনই আমি ওই বৃক্ষের সাথে
স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম।
সেখানে আমার অজান্তে চোখের কোণে
দুফোঁটা অশ্রু এসে ভিড় করছে।
আর তখনই আমি মনে করলাম
এই দুই ফোঁটা অশ্রু আমার সবচেয়ে আপন।