আশা করি অনেক ভর
         হাত বাড়িয়ে আকাশ ছোব।
যাব উড়ে পাখা মেলে
       না হয় যাব  সাতার   কেটে।


সাগর  জলে ভাসতে ভাসতে
       যাব ঐ চাঁদ কে  ছোতে।
ইচ্ছে  ছিল অনেক ভর
        তাও ছিলো ঘুমের  ঘরে।


হঠাৎ  দেখি জেগে ওঠে
       সবটাই ছিলো স্বপ্নের  মাঝে।
মনে অনেক  আশা ছিলো
        যদি ও ছিল ঘুমের  ঘরে।





বিঃদঃ আমরা সকলেই  স্বপ্ন দেখি কেউ বাস্তবে  আবার কেউ স্বপ্নে। তাই আমার কবিতায় ঘুমের মাঝে যে স্বপ্ন  দেখি তাই বলা হয়েছে।