গৃহে  বাস করে কাজ
হাজার ও জননী ললনা দুলালী।
আঁধারে  আলো কাননে কুসুম
                 ফুটিয়ে  সীমাহীন।
মিএ  সখা বাদিল  বাসা
মিলন মেলার  লোকালয়ে।
হীন মৌন  তা  অদৃষ্টের৷ লেখা
কি জানি  কি হবে অবশেষে।


কামিনী  তুমি দুলালী তুমি
কখনো  বা জন্মদাএী।
তুমি  পার শুধু জালিয়ে   পিদিম
আধাঁরে  আলোর রাএী।


হাজার ও  কাজে হওনা কখনো
ক্লান্ত  শ্রান্ত তুমি।
তুমি  সেই  নারী, কখনো
মা কখনো মেয়ে কখনো  বোন
আর কতো  কী




বিঃ দ্রঃ এই কবিতাটি আমি সকল মা৷ মেয়ে বোনদের কে উৎসর্গ করলাম