গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে অঝোরে।
মেঘের  ঘনঘটা আকাশ জুড়ে
লাগেনা ভালো আর বদ্ধ ঘরে,
মন চায় খেলাধুলা করি গিয়ে বাহিরে।


বাবা বলে বই পড়ে বিদ্বান হতে হবে,
মা বলে কাজ ছেড়ে এবার শুতে হবে।
বুট মুড়ি মাখা ছিল তাও এবার হল শেষ,
আকাশে মেঘ জমা আনমনা লাগে বেশ।


উঠানের এক কোণে হাঁসগুলো বসে আছে,
ছাতা মাথা  হেটে যায়, বহু লোক মাঠে-ঘাঠে।
থামছে না বৃষ্টি ঝরছে অঝোরে,
মনে চায় খেলাধুলা করি গিয়ে বাহিরে।


বৃষ্টির চাপে পড়ে নেতিয়ে গেছে গাছটা,
মাথা তুলে দাঁড়ানোর নেই কোন ক্ষমতা।
অবশেষে মিলেমিশে সব হলো একাকার,
আনমনা মন নিয়ে তাই ভাবি বার বার।