নিরব নিস্তব্ধে বসে একা একা  ভাবি তাই
হঠাৎ থমকে  গেছে জীবনের চাকা।


কোন এক অজানা  শক্তির কাছে
হেরে গেছে কতো প্রাণ নিজের  অজান্তে।
ভাবিনি কখনো আসবে এই সময়
বুঝিয়ে দিবে পৃথিবীতে কেউ  কারো নয়।
বেঁচে  আছি শুধু  নিঃশ্বাস নিয়ে
সময়ের ব্যবধানে।


আতঙ্কের মধ্যে দিন যায়  রাত আসে
কাটবে অন্ধকারের ঘোর,
কখন রঙিন সু্র্য্য আবার উর্দির হবে পূর্ব আকাশে
প্রার্থনা মোদের রক্ষা কর
হে রহিম  রহমান


শেষ  ভরসা তোমারি কাছে।


তুমি  পার নিজ গুনে ক্ষমা করে দিতে মোদের।