আজি হতে বছর দশেক পরে
পাঠশালার ডাঙা পাড়ায়ে সংসারসমুদ্রে
'কে তুমি' ভাসায়েছ জীবনের দাড় 'হীন খেয়া
কূলহারা পারাবারে দুরাশার-ঢেউয়ে ভাসা?
কান্ডারি-সন্তরী মরিল ডুবিয়া অপারের সন্ধানে
'কে বাছা তুমি-' ভাসছ সদা নুহ'র কিস্তিতে চড়ে?
.
'কে আমি?' ভাবছি আমি সারাটি জীবনভরে
সুদূর পাঠশালা হতে আজ সমুদ্রসংসারে।
ধার্মিক কয়ে,'খোদার বান্দা তুমি মোহাম্মদী
আল্লাহ আকবার তকবির যেন তব কন্ঠে শুনি'
শুধালাম শুনে,'বলো, ভাই, কোথায় মুসলমান?
মুসলিম বেশে ক্রুর হাসি হাসে আজাজিল শয়তান'
সংসারের স্রোতে এভাবে গেল  ধর্মের ল্যাবাস খুলি
ভেবেছিলাম এবার বুঝি আমি হয়েছি বাঙ্গালি
কিন্তু হায়! অভাগা যেদিকে চায়,
               সাগর শুকায়ে যায়
বঙ্গভূমি সেতো আজ খাসভূমি!
নিলামে চড়ায়েছে তারে তার সন্তানস্বামী
সব হারায়ে ভিড়িলাম শেষে সর্বহারার দলে
বলেছে কমরেড আনবে সাম্য মাতৃপদতলে
সেই বিশ্বাসে অবিশ্বাসেরে সঁপেছিনু মম প্রাণ
শুনি সমাজতন্ত্রের নারাজকন্ঠে ভৈরবী গান
হুজুগের বশে গন্জিকাদোষে জীবনের দীর্ঘশ্বাসে
সুমন্দ হাওয়ায়ে দুর্গন্ধ ছড়ায়ে যাত্রা স্লেচ্ছদেশে
শ্বেত চামড়ার ধৃত কামরায় অসিতবর্ণ মম
তিনশত বছর কেটে গেছে মোর ক্রীতদাস সম।
২৮/০১/২০১৮