বিধাতার  প্রতি  কি  তব
নেই কোনো অভিযোগ ও
অভিমান সিক্ত চাপা রাগ-
ক্ষোভ-ঘৃণা সাথে নির্বাক
যন্ত্রণা কি নেই তব প্রাণে?
বিধাতার প্রতি কি আনমনে
ভেবে ভেবে  হও নি সারা?
প্রশ্ন জাগে নি:'আমি ছাড়া
মর্ত্যে আর কেউ কি নেই?
তবে বারবার আমা সাথেই
কেনো এমনটা হয়, প্রভু?'
বলো এভাবে ডাকো নি কভু
অভিযোগ করে? দীর্ঘশ্বাস
ফেলো নি জলে,বা হতাশ
মুখ তুলে চাও নি আকাশে
কোনো দিন? ক্লান্ত-নিঃশেষে
আশ্রয় খোঁজে আসো নি ফিরে
বিধাতার কাছে? তবে জেনো
তুমি ভালোবাস নি বিধাতারে।