হারায়ে গেছে সে লোক-সমাজের
সৃষ্ট বন্ধন ছিড়ে নেশা ও মাদকের
অন্ধকার জগতে। দেশ-কাল ভুলে
পড়ে আছে মৃতের মতো তন্দ্রাচ্ছলে
চোখ বুজে যেন গত কয়েক রাত
ঘুমায় নি সে। তাই পথিকের হঠাৎ
দৃষ্টি যদিও ফিরে আসে বিরক্তি ও
লজ্জা সাথে তার নোংরা ও নগ্ন
দেহ থেকে, তবুও  সে শুয়ে থাকে
আগের মতো।কোনো ভ্রুক্ষেপ তাকে
ছোয় না; শুধু নেশার ক'টা টাকা
ছাড়া। তবে পুলিশের লাঠিপেটাও
কদাচিত জুটে,কিন্তু ব্যথা-যন্ত্রণায়
কাঁদে না। বরং কুৎসিত ভাষায়
গালি দেয়।তারপর কিছুটা যেয়ে
আবার শুয়ে পড়ে। যদি একঘেয়ে
লাগে,তাহলে কথা কয় একা-একা
কোনো শ্রোতা,বা কারো তোয়াক্কা
না করে।তবে বেশি প্রয়োজন হলে
চাদর মোড়া দিয়ে হাতেই কাজ চলে।
তবু সে ফিরে না লোজ-সমাজের
সৃষ্ট বন্ধন মাঝে নেশা ও মাদকের
হাত ছেড়ে কারণ সে পথ ভুলে গেছে।