লেগুনার পাছে ঝুলতে থাকা ছেলেটি
জানে না:কী তার দোষ,কী-ইবা ত্রুটি
ছিল তার স্রষ্টার চোখে; যে কারণে
লিখে দিলো ভাগ্য,বিধাতা,মোটরযানে
ভাড়া কাটা সারাদিন। অথচ তার পাশে
কত ছেলে তারি মতো গাড়িতে; কিন্তু ওরা হাসে
খ্যালে, স্কুলে যায় বাবা-মায়ের সাথে
আর সে ভোর থেকে রাত অবধি পথে
পথে চিৎকার করে,'ঢাকা উদ্যান, ঢাকা উদ্যান!'
কেনো?কী কারণে? কী দোষ তার ছিলো
জানে না সে,ভাবে নাই কখনো।