জীবন ও মৃত্যুর মাঝে
দাঁড়িয়ে একা
চেয়ে দেখি আমি বিনে
আর কেউ কি আছে সখা!
জীবন ও মৃত্যুর মাঝে
যেথায় সকাল-সন্ধ্যা বাজে
স্বার্থের জয়গাঁথা
সেথায় দাঁড়িয়ে একা
চেয়ে আছি সারা বেলা
আমি সঙ্গী বিহীন একেলা
এক আদি মানব
জীবনের সমস্ত গৌরব
মুছে দিয়ে পরে
ভাবি:পৃথিবীর ক্ষুদ্র এক কোণে
তুমি আমি আর সবাকার
কতটুকু আছে বাঁচিবার
সময়
বলো,জীবন ও মৃত্যুর মাঝে!
যেথায় সবাই ব্যস্ত কাজে
টাকার নেশায়
সেথায় দাঁড়িয়ে ঠায়
চেয়ে থাকি নির্বিকার
আমি কর্মহীন বেকার
এক যুবক
জীবনের প্রতি পদে পদে খুব
যন্ত্রণা, আর মানুষের ভীড়
সাথে দু' চোখের ছলনা
সুন্দরীর,
এই জীবন ও মৃত্যুর মাঝে!
যেথায় সবাই নতুন সাজে
করে অভিনয়
সেথায় দাঁড়িয়ে চায়
অসহায় দৃষ্টিতে
ক্ষুদ্র এক বালক
পিতা মাতার সন্তুষ্টিতে
পড়ে নামতার শ্লোক
বুঝে কিংবা না বুঝে
জীবন ও মৃ্ত্যর মাঝে
দাঁড়িয়ে একা
চেয়ে দেখি পরকালে
যদি থাকে কোনো সখা!