সেও বেঁচে আছে আমাদেরই মতো
শুধু পার্থক্য:
তার পা-দু'টি স্থির, অবিচল,
আর লালা অনর্গল
ঝরে পড়ে
            মুখ থেকে।
তাই দেখে
             মনে পড়ে:
যদিও বেঁচে আছে আমাদেরই মতো
কিন্তু সে নয় জীবিত
                       কোনো প্রাণী ;
বরং পরজীবী-
দু' চাকার এক হুইল-চেয়ার
ও সতত ঠেলা দেওয়ার
জন্য    বয়স্কা এক নারী
যার অবলম্বন।
অথচ তবুও সে জীবন
     কত সুন্দর
    হাস্য-উজ্জ্বল
দু' বেলা পথের ধারে
                   রৌদ্রের সাথে
খেলা করে
এবং পথিকের কাছে হাত পেতে
                              প্রচার করে
'বেঁচে থাকার আকুতি'
                    ইতি
তোমাদের শহরের নাম না-জানা এক প্রতিবন্ধী।