জীবন আটকে গেছে রিকশার প্যাডেলে
যতই জোরে মারে ততই ঘোরে আর চলে।
সামনের দিকে। কিন্তু সে গন্তব্য তার নয়
নিজের বরং অন্যের;কিছু অর্থের বিনিময়
সে বয়ে চলে তাকে তার কাঙ্ক্ষিত লক্ষে
কিন্তু তার নিজের ভাগ্যের চাকা কি ফিরে
কভু আপন লক্ষে? নাকি ঘুরে আর ঘুরে
ঠিক চাকারই মতো? যতক্ষণ ঘাম ঝরে
ঠিক ততক্ষণই। কিন্তু তারপর কী হবে?
কিছু দূর যেয়ে রিকসাটা ধীরে থেমে যাবে।