ফুটওভার ব্রিজের 'পর বসেছিলো সে
বয়সের ভারে গুজো হয়ে;কিন্তু নিঃশ্বাসে
আজো আছে বেঁচে থাকার দায়।
তাই হাত পেতে মানুষের কাছে চায়
কিছু অর্থ: লজ্জা-ভয় ভুলে
আর কিছু অর্থ: আল্লাহ-খোদা বলে
যদি পাওয়া যায়, তবে বিনিময়ে
করে প্রার্থনা যেন পরম দয়াময়ের
অসীম দয়ার ভান্ডার হতে খসে পড়ে
কিছুটা দয়া পথচারির পকেটের ভেতরে
ও তার কিছুটা যেনো দরিদ্র ভিখারীর
শূন্য বাটিতে। যাতে সন্তান-সন্ততির
মুখ না দেখেও, আর ক'টা দিন জানি
বাঁচি শুয়ে,বসে,পান খেয়ে সারাদিন।