গদ্যময় জীবনে তুমি প্রথম কবিতা
ধূসর মরুর বুকে বরষণ-বার্তা
কবিতার প্রেষণা তুমি স্বরুপে অনন্যা
কিভাবে করিগো সেই রুপের বর্ণনা?
শব্দে সাজাব তার পরণের কাপড়,
ছন্দে বাধিব তাহার ঠোটের লহর।
আঁখিতে খুঁজে পাই কবিতার দিশা,
কন্ঠের সুধা তারি কবিতার ভাষা
উপমার প্রতিমা তুমি কাব্য-অলংকার,
নিসর্গের স্বর্গ যেন কবিতার ঝংকার
সুগন্ধিকেশে ভাসে কবিতার নির্যাস,
সন্ধার বাতাসে আসে ভালোবাসার অনুপ্রাস।
...............................................