কে তুমি এলে
মম নবযৌবনছলে  
কামমদে মত্ত অসার দেহঘরে
জাগাইলে ভালোবাসা
                    সকরুণ সুরে  
                    কে তুমি এলে?
কে তুমি এলে
প্রাণশূন্য যান্ত্রিক পাঠশালে
শিক্ষাকারার শৃঙ্খলিত প্রাচীরে
শেখালে পাঠপ্রেমের
                   খয়েরীলাল আঁচলে
                        কে তুমি এলে?
কে তুমি এলে
ভবঘুরে স্মৃতির অন্তরালে
বাঁধনহারা সাধনভোলা শ্রান্ত মুসাফিরে
বাঁধিলে মন্ত্রবলে    
          মায়াবিনী তব কায়ার মায়াপুরে
                             কে তুমি এলে?
তন্দ্রাতুর কাব্যকল্পনা শেষে
বাস্তবতার মুখোমুখি বসে
কবি শুধায় তার আপন মনে
'তুমি কি সত্যিই এসেছিলে?'